বিশ্বজুড়েই রত্নের প্রতি মানুষের আকর্ষণ চিরকালীন। রত্নের জগতে মহামূল্যবান রত্ন হল হীরা। তবে ভাবুন তো, এমন একটি রত্ন, যা সৌন্দর্যের দিক থেকে হীরার মতোই মুগ্ধকর, তবু হীরার থেকে অনেক সস্তা। সেই রত্নই হলো মোইসানাইট। হীরার শ্রেষ্ঠ প্রতিদ্বন্দ্বী বলা যায় একে। বছরের পর বছর ধরে হীরার জনপ্রিয়তা থাকলেও, সম্প্রতি মোইসানাইট হীরার বিকল্প হিসেবে নজর কেড়েছে। নজরকাড়া সৌন্দর্য এবং সাশ্রয়ী মূল্যের জন্য রত্নের জগতে এক নতুন নক্ষত্র হিসেবে নিজের আলো ছড়াচ্ছে মোইসানাইট। মোইসানাইট আসলে কী? মোইসানাইটের গল্প শুরু হয় মহাকাশে। এটি মূলত সিলিকন কার্বাইডের একটি রত্ন। ১৮৯৩ সালে বিজ্ঞানী হেনরি মোইসান একটি উল্কাপিণ্ডের টুকরো থেকে এই রত্ন আবিষ্কার করেন। উল্কাপিণ্ড থেকে আসা বলে এটি যেন স্বর্গীয় বৈভবে ভরা। যদিও বর্তমানে এটি ল্যাবে তৈরি হয়, তবে তাতে তার উজ্জ্বলতা একটুও মলিন হয়নি, বরং হয়েছে প্রায় নিখুঁত গুণমানের। হীরার শ্রেষ্ঠ প্রতিদ্বন্দ্বী মোইসানাইট, কিন্তু কেন? মোইসানাইট ও হীরা—দুই রত্নই সৌন্দর্যের প্রতীক। তবে মোইসানাইটের আলাদা বৈশিষ্ট্য তাকে করে তুলেছে বিশেষ। মোইসানাইটের অতুলনীয় ঝলক তাকে হীরার থেকেও বিশেষ করে...
suSastho - Find your doctor in Bangladesh