বছর ঘুরে ওয়েডিং সিজন তো চলেই এলো। বিয়েতে শাড়ি-গয়নার পাশাপাশি মেহেদির গুরুত্বও কম নয়! দু’হাত হাত ভর্তি করে মেহেদি পরলে কনের সৌন্দর্য বেড়ে যায় কয়েকগুণ। তবে হ্যাঁ, মেহেদির রং যদি মনমতো না হয়, তাহলে কিন্তু মেহেদির নকশা সুন্দর হলেও তা ঠিক মতো ফুটে ওঠে না, আবার মনও খারাপ হয়ে যায়। আজকের ফিচারে শেয়ার করছি সহজ ৬টি টিপস যা আপনাদের মেহেদির রং করে তুলবে আরো গাঢ় ও সুন্দর। কেন সবার হাতে মেহেদির রং এক রকম হয় না? অনেকেই অভিযোগ করেন, তাদের হাতে নাকি মেহেদির রং কখনোই সুন্দর আসে না। আসলে মেহেদির রং কতটুকু গাঢ় দেখাবে তা একেকজনের স্কিন টেক্সচার, স্কিন টোন ইত্যাদির উপর অনেকাংশেই নির্ভরশীল। এ কারণে আপনারা দেখতে পাবেন একই ব্র্যান্ডের মেহেদি পরলেও একেকজনের হাতে মেহেদির রং একেক রকম আসে। মেহেদির রং সুন্দর করার ৬টি টিপস অনেক সময় কিছু ভুলের কারণে কিংবা কিছু ট্রিক না জানার কারণে দেখা যায় মেহেদির রং মন মতো হয়নি। চলুন দেরি না করে জেনে নেওয়া যাক মেহেদির রং সুন্দর করার সেই দারুণ কার্যকরী উপায়গুলো – ন্যাচারালি মেহেদি শুকানোর চেষ্টা করুন মেহেদি পরে তা শুকানো পর্যন্ত বসে অপেক্ষা করার সময় বা সুযোগ থ...
suSastho - Find your doctor in Bangladesh