‘ব্যস্ত জীবনে চুলের যত্ন নেওয়ার এতো সময় কোথায়?’ ‘কীভাবে অল্প ইফোর্টে ন্যাচারালি হেলদি, শাইনি হেয়ার পাবো?’ এই প্রশ্নগুলো কিন্তু খুবই কমন! ফ্রিজি বা রাফ হেয়ারের পেছনে কমন কিছু কারণ হলো ওয়েদার চেঞ্জ, রেগুলার হিট স্টাইলিং কিংবা ডেইলি আনহেলদি লাইফস্টাইল। সঠিক নিয়মে যত্ন না নেওয়ার কারণেও খুব দ্রুত চুল রুক্ষ-শুষ্ক হয়ে যায়। এছাড়া হেয়ার ফল আর হেয়ার ব্রেকেজ এর সমস্যা তো বেশ কমন! হেয়ার ও স্ক্যাল্পে ময়েশ্চার ব্যালেন্স ঠিক রাখলে এই ধরনের প্রবলেমগুলো অনেকটাই কমিয়ে আনা সম্ভব! চুলের যত্নে পাম্পকিন সীড অয়েল কখনো ট্রাই করা হয়েছে? হেয়ার ময়েশ্চারাইজেশনে এই অয়েল কাজ করে ম্যাজিকের মতো! চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। পাম্পকিন সীড অয়েল কেন ব্যবহার করবেন? রুক্ষ-শুষ্ক চুলের জন্য এই অয়েলটি হতে পারে গেইম চেঞ্জার। কেন? বলছি এখনই! পাম্পকিন সীড অয়েলে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হেয়ার নারিশড রাখতে, শাইনি অ্যান্ড হেলদি করতে হেল্প করে। এই উপাদানটি হেয়ার ড্রাইনেস প্রিভেন্ট করে ময়েশ্চার ধরে রাখতে দারুণ কার্যকরী। পাম্পকিন সীড অয়েলে থাকা জিংক হেয়ার গ্রোথ প্রোমোট করে। এই অয়েলে আরও আছে ম্যাগনেসিয়াম যা হেয়ার ব্রেকেজ
suSastho - Find your doctor in Bangladesh