অনেক সময় সম্পর্কের শুরুটা দারুণ হয়, কিন্তু ধীরে ধীরে ভেতরে ভেতরে কিছু একটা যেন ঠিক চলে না। আপনি হয়তো বোঝার চেষ্টা করেন, আবার নিজেকেই সন্দেহ করেন—’আমি বেশি ভাবছি না তো?’ আজ জানাবো সম্পর্কের পাঁচ রেড ফ্ল্যাগ নিয়ে যা ভবিষ্যতের বড় সমস্যার ইঙ্গিত দেয়। সম্পর্কের পাঁচ রেড ফ্ল্যাগ মিলিয়ে নিন ১. সব সময় মনে হয়, কিছু একটা ঠিক নেই এই অনুভূতিটা খুব সূক্ষ্ম, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি জানেন না ঠিক কী সমস্যা, কিন্তু মন বারবার বলছে, “এটা ঠিকঠাক চলছে না।” আপনি ভাবেন, হয়তো কাজের চাপ, পারিবারিক টেনশন, অথবা সাময়িক মানসিক অবস্থা। কিন্তু দিনের পর দিন যদি এই অনুভূতি সঙ্গী হয়ে থাকে, তাহলে সেটা হালকাভাবে নেওয়া ঠিক নয়। সম্পর্ক মানেই নিরাপত্তা আর মানসিক শান্তি। যদি তা না মেলে, তবে সেটা ভেবে দেখা জরুরি। ২. আপনি নিজেকে প্রকাশ করতে পারেন না প্রেমের সম্পর্ক মানেই নিজের আসল রূপে থাকার জায়গা। কিন্তু যদি আপনি সম্পর্কের মধ্যে নিজেকে বদলে ফেলেন—শুধু শান্তি বজায় রাখতে অথবা সঙ্গীকে খুশি রাখতে—তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা একধরনের অভিনয়। সম্পর্ক তখনই টেকে যখন একজন মানুষ তার সমস্ত দিক নিয়ে গ্রহণযোগ্য হয়। যদি আপনি...
suSastho - Find your doctor in Bangladesh