খুব সুন্দর করে সেজেগুজে বাইরে বের হলেন, কিছুক্ষণ পরই দেখলেন যে পুরো ফেইস অয়েলি দেখাচ্ছে আর ফাউন্ডেশন অক্সিডাইজ হয়ে অবস্থা একদম খারাপ! বাইরে এমনিতে গরম, এই ওয়েদারে মেকআপ পারফেক্টলি সেট রাখাটা একটু টাফ। কিন্তু স্কিন প্রিপারেশনের সময় কিছু স্টেপস ফলো করলে এই ধরনের প্রবলেম থেকে রিলিফ পেতে পারেন ইজিলি! মেকআপ করার কিছুক্ষণ পরই স্কিন অয়েলি আর কালো হয়ে যাওয়ার সমস্যা যদি আপনিও ফেইস করেন, তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্যই। ফাউন্ডেশন অক্সিডাইজেশন প্রিভেন্ট করার টিপস নিয়েই আজকের ফিচার। কেন হয় ফাউন্ডেশন অক্সিডাইজেশন? একটু সহজ করে বলি বিষয়টা। যখন ফাউন্ডেশনের পিগমেন্ট ও স্কিনের ন্যাচারাল অয়েল বাতাসের অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে তখনই ফেইস কালচে হয়ে যায়। আর এটাকে বলে ফাউন্ডেশন অক্সিডাইজেশন। এটার জন্য মূলত দায়ী হচ্ছে পিগমেন্ট ও অয়েল। স্কিনের টেক্সচার, সেবাম প্রোডাকশন, ফাউন্ডেশনের ফর্মুলা, মেকআপ অ্যাপ্লাইয়ের টেকনিক সবই আসলে এর সাথে রিলেটেড। মেকআপ করার কিছুক্ষণ পরই স্কিন অয়েলি আর কালো যাতে না হয়, সেই টিপস অ্যান্ড ট্রিকস শেয়ার করবো আজ। মেকআপের আগে স্কিন প্রিপারেশন ফাউন্ডেশন অক্সিডাইজেশন প্রিভেন্ট
suSastho - Find your doctor in Bangladesh