সামুদ্রিক মাছ খেতে আমরা অনেকেই পছন্দ করি। আর তা যদি হয় গরম গরম ক্রিস্পি লইট্টা ফ্রাই তাহলে তো কোনো কথাই নেই। কেমন হয় যদি কক্সবাজার বা বাইরের রেস্টুরেন্টের মতো এই ফ্রাই বাসায়ই তৈরি করা যায়? চলুন আজকে দেখে নেই এই মজাদার ফ্রাই এর রেসিপি। কী কী উপকরণ লাগবে? লইট্টা মাছ- ১/২ কেজি হলুদ গুড়া- ১/২ চা চামচ লাল মরিচ গুড়া- ১/২ চা চামচ আদা বাটা- ১/২ চা চামচ রসুন বাটা- ১/২ চা চামচ পেয়াজ বাটা- ১/২ চা চামচ লেবুর রস- ১ টেবিল চামচ জিরা, ধনিয়া ও গরম মসলা গুড়া- ১/২ চা চামচ গোলমরিচ গুড়া- ১/২ চা চামচ বেসন- ১ কাপ কর্ণফ্লাওয়ার- ২ টেবিল চামচ তেল- ভাজার জন্য লবণ- পরিমানমতো কীভাবে তৈরি করবেন ক্রিস্পি লইট্টা ফ্রাই ১) মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে একটি পাত্রে নিয়ে নিন। এরপর মাছের মধ্যে একে একে আদা, রসুন, পেয়াজ বাটা, হলুদ-মরিচ গুড়া, জিরা, ধনিয়া, গরম মসলা গুড়া, লবণ, লেবুর রস দিয়ে মেরিনেট করে ১০/১৫ মিনিট রেখে দিন। ২) এরপর অন্য একটি পাত্রে বেসন, কর্নফ্লাওয়ার, গোলমরিচ ও অল্প একটু মরিচ গুড়া দিয়ে মিশিয়ে নিন। এবার পানি মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিন। ৩) চুলায় কড়াই বসিয়ে পরিমানমতো তেল দি
suSastho - Find your doctor in Bangladesh