আনইভেন স্কিনটোন মেয়েদের একটি কমন স্কিন কনসার্ন। যখন ফেইসের কোনো অংশ অ্যাকচুয়াল স্কিনটোনের চাইতে ডার্ক বা অ্যাশি দেখায় এবং স্কিন একটু টেক্সচারড মনে হয়, সেই কন্ডিশনকেই আনইভেন স্কিনটোন বলা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই চোখের নিচে, গালে, ঠোঁটের দু’পাশে অথবা থুতনির অংশে এটি বেশি লক্ষ করা যায়। কীভাবে এই স্কিন কনসার্ন সলভ করা যেতে পারে তা অনেকেই জানতে চান। তাই আজকের ফিচারে জানাবো আনইভেন স্কিনটোন ইভেন আউট করে তোলার উপায় সম্পর্কে বিস্তারিত। কেন আমাদের স্কিনটোন আনইভেন হয়ে যায়? সাধারণত যাদের স্কিন একনেপ্রণ, তারা আনইভেন স্কিনটোনের প্রবলেম সবচেয়ে বেশি ফেইস করেন। কেননা একনে চলে গেলেও একনে স্পট কিন্তু ফেইসে থেকেই যায়। তখনই স্কিনে ডিসকালারেশন চোখে পড়ে এবং স্কিনটোন আনইভেন হয়ে যায়। আবার অতিরিক্ত সান এক্সপোজারও আনইভেন স্কিনটোনের জন্য অনেকটাই দায়ী। এই কারণে যাদের দিনের বেলা বাইরে যেতে হয় অথবা কিচেনে থাকতে হয়, তাদের মধ্যে এই স্কিন প্রবলেমটি বেশি দেখা যায়৷ আবার কিছু ক্ষেত্রে বিভিন্ন হরমোনাল ফ্যাক্টরও আমাদের স্কিনটোন আনইভেন করে দেয়। আনইভেন স্কিনটোন ইভেন আউট করবেন কীভাবে? অনেকেই মনে করেন, একবার স্কিনটোন আনইভ
suSastho - Find your doctor in Bangladesh