সুঁই সুতা দিয়ে সেলাই করে কাপড়ে সুন্দর সুন্দর নকশা ফুটিয়ে তুলতে অনেকেই ভীষণ ভালোবাসেন। এই সেলাইয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় একটি উপকরণ হলো সেলাইয়ের ফ্রেম। সাধারণত হাতে সেলাইয়ের জন্য আমরা নানা মাপের গোল ফ্রেম ব্যবহার করি। ক্ষেত্রবিশেষে চারকোনা ফ্রেমও ব্যবহার করা হয়। সেলাইয়ের জন্য দরকারি এই জিনিসটি দিয়ে কিন্তু বানানো যায় নানারকম নান্দনিক ঘর সাজানোর জিনিসও। ফ্রেমে রঙিন কাপড় আটকে অথবা এক রঙা কাপড়ে হ্যান্ড এমব্রয়ডারি করে নানা ধরনের ওয়াল হ্যাংগিং বানানো হয়। এটি বর্তমানে এমব্রয়ডারি হুপ আর্ট নামে পরিচিত। এগুলো দেখতে যেমন সুন্দর, তেমনই আপনার শৈল্পিক মনেরও প্রকাশ পায় এগুলোর মাধ্যমে। চলুন আজকে আমরা সেলাইয়ের ফ্রেম দিয়ে কিছু ঘর সাজানোর জিনিস বানানো শিখে ফেলি। পকেট ওয়াল হ্যাংগিং পকেট ওয়াল হ্যাংগিং দেখতে যেমন সুন্দর তেমনি এটি কাজেরও জিনিস বটে। দেয়ালে ঝুলিয়ে রাখার সাথে সাথে এতে রাখা যাবে দরকারি জিনিসও। সহজলভ্য উপকরণে চটপট করে তৈরি করে ফেলা যায় এই হোম ডেকোর আইটেমটি। বানাতে যা যা লাগবে পছন্দমতো সাইজের সেলাইয়ের ফ্রেম (কাঠের হলে ভালো হয়) দুটো এক রঙা অথবা প্রিন্টের কাপড় (ফ্রেম অনুযায়ী নিতে হবে) হট গ্লু গ
suSastho - Find your doctor in Bangladesh