ভালোবাসা যেন বিবিধ অনুভূতির খেলা। আর ভালোবাসার সেসব অনুভূতিকে অসাধারণভাবে তুলে ধরে রোমান্টিক সিনেমাগুলো। এই ভালোবাসা দিবসে, প্রিয়জনের হাত ধরে কিংবা একা এক কাপ কফি হাতে, দেখতে পারেন এমন ৩টি সেরা রোমান্টিক সিনেমা, যেগুলো হৃদয় ছুঁয়ে যাবে আর মনে করিয়ে দেবে ভালোবাসার সৌন্দর্যের কথা ।
চলুন জেনে নিই ৩টি ইংরেজি সিনেমার কথা যা দেখে কাটাতে পারেন আপনার ভালোবাসা দিবস।
৩ সেরা রোমান্টিক সিনেমা যেগুলো ভালোবাসা দিবসে দেখতে পারেন
১. Past Lives (2023)
IMDb রেটিং: ৭.৯/১০
নোরা (গ্রেটা লি) এবং হায়সাং (তিও ইউ) দক্ষিণ কোরিয়ার শৈশবের দুই বন্ধু, যারা একে অপরের প্রতি গভীর অনুভূতি পোষণ করত। কিন্তু ভাগ্যের টানে নোরা পরিবারসহ কানাডায় চলে যায়, আর হায়সাং রয়ে যায় কোরিয়ায়। বহু বছর পর, তাদের আবার একে অপরের সাথে সাক্ষাৎ হয়—প্রথমে অনলাইনে, পরে বাস্তবে নিউ ইয়র্কে দেখা হয়। কিন্তু সময়, দূরত্ব এবং জীবনযাপনের পার্থক্য কি তাদের পুরনো অনুভূতিগুলোকে টিকে থাকতে দেবে? নাকি তারা কেবল একে অপরের “past lives” অর্থাৎ অতীত জীবনেরই অংশ হয়ে থাকবে?
২০২৩ সালে মুক্তি প্রাপ্ত এই চলচ্চিত্রর দৃশ্যায়নে নিউ ইয়র্ক ও সিউলের সৌন্দর্য, মৃদু ব্যাকগ্রাউন্ড মিউজিক, আর চরিত্রদের সংলাপ সিনেমাটিকে একদম কবিতার মতো করে তুলেছে। সেই সাথে ছবির দুই প্রধান চরিত্রে অভিনয় করা গ্রেটা লি ও তিও ইউ-এর সূক্ষ্ম ও বাস্তব অভিনয় দেখে মনে হবে আপনি তাদের সত্যিকারের গল্প দেখছেন।

Past Lives সিনেমার দৃশ্য
২. The Notebook (2004)
IMDb রেটিং: ৭.৮/১০
নিকোলাস স্পার্কসের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত The Notebook এমনই এক গল্প, যেখানে নোয়াহ আর অ্যালির প্রেম শুরু হয় এক গ্রীষ্মের বিকেলে। সামাজিক পার্থক্য সত্ত্বেও একে অপরকে তারা গভীরভাবে ভালোবাসে। কিন্তু পরিবার ও ভাগ্যের তাদের আলাদা হয়ে যেতে হয়। বছর পেরিয়ে গেলেও সেই ভালোবাসা কি টিকে থাকে? এক বৃদ্ধ ব্যক্তি যখন এই গল্প শুনিয়ে যান, তখন অতীত ও বর্তমানের সংযোগ ধীরে ধীরে উন্মোচিত হয়।
রায়ান গসলিং ও র্যাচেল ম্যাকঅ্যাডামসের অনবদ্য অভিনয় এই চলচ্চিত্র কে নিয়ে গেছে অন্য এক মাত্রায়। আজও রোমান্টিক সিনেমা প্রেমীদের মনের এক বিশেষ জায়গা দখল করে আছে ‘দ্যা নোটবুক’। কাজেই এই ভালবাসা দিবসে দেখে নিতে পারেন এই অসাধারণ আবেগঘন সিনেমাটি।

The Notebook সিনেমার বিখ্যাত পোস্টার
3.To All the Boys I’ve Loved Before (2018)
IMDb: ৭.০/১০
মিষ্টি ও হৃদয়স্পর্শী টিন রোমান্স, যা প্রথম প্রেমের অনিশ্চয়তা, বন্ধুত্ব এবং নিজেকে জানার গল্প বলে।লারা জিন (লানা কনডর) একজন স্বপ্নবিলাসী কিশোরী, যে তার জীবনে গোপনে ভালো লাগা ছেলেদের উদ্দেশ্যে চিঠি লিখে, কিন্তু কখনো পাঠায় না। হঠাৎ একদিন সেই চিঠিগুলো রহস্যজনকভাবে তাদের কাছে পৌঁছে যায়, আর এর ফলে তার জীবন ও সম্পর্ক একদম বদলে যেতে শুরু করে। দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয় এই সিনেমাটি ভ্যালেন্টাইনস ডে-তে একটানা দেখার মতো একদম ক্যান্ডি-কোটেড রোমান্টিক অভিজ্ঞতা!

To All the Boys I’ve Loved Before
ভালোবাসার অনুভূতিগুলো সার্বজনীন। কখনো তা নতুন ভালোবাসার উত্তেজনা, কখনো বিচ্ছেদের কষ্ট, কখনো আবার অতীতের স্মৃতির সাথে হারিয়ে যাওয়া মুহূর্তের নস্টালজিয়া। Past Lives, The Notebook, To All the Boys I’ve Loved Before—এই তিনটি সিনেমা ভালোবাসার বিভিন্ন রূপকে অসাধারণভাবে তুলে ধরে। তাই এবারের ভালোবাসা দিবস সিনেমা দেখে কাটাতে চাইলে, এই তিন মুভি হতে পারে আপনার সেরা পছন্দ।
লিখেছেন- আহমাদ শাহিদিন শীর্ষ
ছবি- সাটারস্টক, গুগল
The post সেরা রোমান্টিক সিনেমা | ভালোবাসা দিবসে দেখতে পারেন এই ৩ রোমান্টিক মুভি appeared first on Shajgoj.
from Shajgoj https://ift.tt/kf3VZqo
Jannatul Kawser
Comments
Post a Comment