বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা ওয়েবসাইটে খুব এস্থেটিক যে পণ্যটির উপস্থিতি মোটামুটি সব হেয়ার কেয়ার প্রোডাক্টের বিজ্ঞাপনে দেখা যায়, সেটা হলো কাঠের চিরুনি! যদিও বর্তমান সময়ে নতুন করে এই ক্ল্যাসিক প্রোডাক্টটি আবারও জনপ্রিয়তা পাচ্ছে, তবে এর ইতিহাস আমাদের উপমহাদেশে অনেক পুরনো! প্রায় শত বছর আগে থেকেই ভারতীয় উপমহাদেশে কাঠের চিরুনি ব্যবহার হয়ে আসছে। তবে দামে কম ও সহজলভ্যতার কারণে প্লাস্টিকের চিরুনি ব্যবহার করেই বেশিরভাগ মানুষ অভ্যস্ত! স্ক্যাল্প ও চুলের যত্নে প্লাস্টিকের নরমাল চিরুনির বদলে কাঠের চিরুনি কেন বেছে নিবো? এর পেছনে সায়েন্টিফিক কোনো কারণ আছে কি? চলুন জেনে নেই এই কাঠের চিরুনির আদ্যোপান্ত!
কাঠের চিরুনি কয় ধরনের?
পারপাসের উপর ভিত্তি করে সাধারণত তিন ধরনের চিরুনি দেখা যায়। যেমন-
১- চুলের জন্য
এই ধরনের চিরুনিগুলো যেকোনো লেন্থের চুলের জন্য প্রযোজ্য এবং এর কাজ মূলত হেয়ার ব্রেকেজ ও হেয়ার ফল প্রিভেন্ট করা।
২- স্ক্যাল্পের জন্য
এই চিরুনিগুলোর বিশেষত্ব হলো এর টিপগুলো বেশ স্মুথ ও রাউন্ড, যার জন্য যখন স্ক্যাল্পে কম্বিং করা হয় খুব দ্রুত স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এটি।
৩- নিটের জন্য
কাঠের চিরুনির মধ্যে সবচেয়ে সূক্ষ্ম হলো এগুলো, যেটা চুল সেট করতে অথবা হেয়ার স্টাইলিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে।
স্ক্যাল্প ও চুলের যত্নে কাঠের চিরুনি
অনেকের মনেই এই প্রশ্ন আসতে পারে, ১০-২০ টাকায় যেখানে বিভিন্ন ডিজাইন ও রঙের প্লাস্টিকের চিরুনি পাওয়া যায়, সেখানে কেন বেশি টাকা খরচ করে কাঠের চিরুনি কিনবো? প্রশ্নে যুক্তি আছে অবশ্যই, তবে প্লাস্টিকের চিরুনি অনেক সময় কমদামি টক্সিক ম্যাটেরিয়াল দিয়েও তৈরি হয়ে থাকে, এগুলো তেমন কোনো বেনিফিটও দেয় না! অপরদিকে কাঠের চিরুনি একসাথে দিচ্ছে বেশ অনেকগুলো দীর্ঘমেয়াদী উপকারিতা, সেই সাথে এটি ইকো ফ্রেন্ডলি। স্ক্যাল্প ও চুলের যত্নে কেন চুজ করবেন কাঠের চিরুনি? দেখে নেওয়া যাক এখন!
১) আয়নের সমতা করে
আমাদের চুল মূলত কার্বনের যৌগ, এটি আমাদের শরীরের অন্যান্য অংশের মতো কার্বন দিয়ে গঠিত। প্লাস্টিক বা মেটালের চিরুনিতে সাধারণত ধনাত্মক আয়ন থাকে, যখন চুল আচড়ানোর সময় স্ক্যাল্পে ফ্রিকশন হয় তখন এই ধনাত্নক আয়নগুলো আমাদের চুলকে ফ্রিজি ও ড্রাই করে দেয়। কিন্তু কাঠের চিরুনিতে এই ঝামেলা নেই, কারণ কাঠ নিজেই তো ফাইবার যেটা কিনা কার্বন দিয়ে তৈরি। তাই কাঠের চিরুনি দিয়ে আচড়ানোর সময় চুলে আয়ন কাউন্ট নিউট্রাল থাকে এবং ফ্রিজিনেস কন্ট্রোল হয়।
২) স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায়
কাঠের চিরুনির টিপগুলো সাধারণত রাউন্ড হয়ে থাকে, হার্শ হয় না। আমাদের স্ক্যাল্পে বেশ কিছু আকুপ্রেশার পয়েন্ট আছে, তো যখনই আমরা কাঠের চিরুনি দিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করি তখন এই পয়েন্টগুলোতে প্রেশার পড়ে এবং স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বেড়ে যায়।
৩) চুলের বৃদ্ধি নিশ্চিত করে
আমরা জেনেছি যে কাঠের চিরুনি স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়ায়। এতে হেয়ার ফলিকলগুলো স্টিমুলেট হয়। যখন স্ক্যাল্প পর্যাপ্ত ব্লাড সাপ্লাই পায় তখন স্বাভাবিকভাবেই সব ধরনের নিউট্রিয়েন্ট এর বেনিফিটস পাওয়া যায়। আর পুষ্টি পেলে চুল তো দ্রুত বেড়ে উঠবেই!
৪) গ্রিজিনেস কমায়
কাঠের চিরুনির গঠনের জন্য এটি পুরো স্ক্যাল্পে সমানভাবে প্রেশার ডিস্ট্রিবিউট করে দেয়, ফলে সেবাম প্রোডাকশন কন্ট্রোলে থাকে। সেবাম হলো আমাদের ত্বকের সেবাসিয়াস গ্রন্থি থেকে নিঃসৃত এক ধরনের তেল, যেটাকে আমরা ন্যাচারাল অয়েল বলি। সমান প্রেশার ও জেন্টল ম্যাসাজের কারণে এই সেবাম শুধুমাত্র স্ক্যাল্প নয় বরং চুলের আগা পর্যন্ত খুব ভালোভাবে ডিস্ট্রিবিউশন হয়, এর জন্য স্ক্যাল্পে খুব বেশি গ্রিজিনেস ফিল হয় না।
৫) ব্রেকেজ ও হেয়ার ফল কমায়
কাঠের চিরুনি যে নিউট্রাল আয়নের হয় এটা তো আমরা শুরুতেই জেনেছি। তার সাথে এর ব্রিসলগুলোর মধ্যে বেশ ফাঁকা জায়গা থাকায় যখন চুল আচড়ানো হয়, তখন বেশ মসৃণভাবে চিরুনি চুলের মধ্য দিয়ে গ্লাইড করে। ফলে ব্রেকেজ এর সুযোগ কমে যায় এবং ব্রেকেজ কমলে স্বাভাবিকভাবেই চুল পড়ায় হার কমে যায়।
৬) ড্যানড্রাফ প্রিভেন্ট করে
যখন আমরা প্লাস্টিক বা মেটালের চিরুনি ব্যবহার করি, তখন স্ক্যাল্পে তুলনামূলক বেশি ফ্রিকশন হয়। এতে স্ক্যাল্পে ইরিটেশন হতে পারে। আর এই ইরিটেশন থেকে শুরু হতে পারে খুশকি! কিন্তু যখন কাঠের চিরুনি ব্যবহার করা হয় তখন ইরিটেশন অনেকটাই কমে আসে।
কীভাবে কাঠের চিরুনি পরিষ্কার করবেন?
কাঠের চিরুনি একটু যত্নে রাখলেই ভালো থাকবে বছরের পর বছর! ব্যবহারের পর কোনো চুল যাতে চিরুনিতে না থাকে সেটা নিশ্চিত করুন। সবসময় চিরুনি একদমই শুষ্ক জায়গায় রাখুন, ময়েশ্চার বা আর্দ্রতা কাঠের চিরুনির শত্রু। তাই ভেজা চুলে এটি ব্যবহার না করাই বেটার। এটি ওয়াশরুমে রাখা থেকেও বিরত থাকুন! সাথে, মাসে এক/দুইবার তিসির তেল বা নারকেল তেল লাগিয়ে কিছুক্ষণ রেখে নরম কাপড় দিয়ে মুছে ফেলতে পারেন। এতে কাঠের চিরুনি ভালো থাকবে অনেকদিন পর্যন্ত!
স্ক্যাল্প ও চুলের যত্নে কাঠের চিরুনি কেন বেছে নিবেন, সেটা এতক্ষণে জেনে নিয়েছেন। অনলাইনে অথেনটিক প্রোডাক্টস কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, মিরপুরের কিংশুক টাওয়ার, ওয়ারীর র্যাংকিন স্ট্রিট, ইস্টার্ন মল্লিকা, বসুন্ধরা সিটি, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), সীমান্ত সম্ভার, চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।
ছবি- সাজগোজ, সাটারস্টক
The post স্ক্যাল্প ও চুলের যত্নে কাঠের চিরুনির ৬টি অ্যামেজিং বেনিফিটস! appeared first on Shajgoj.
from Shajgoj https://ift.tt/UB0AyJh
Munia
Comments
Post a Comment