‘ আমি তো মেকআপ করতে পারি না! কীভাবে আর কোন কোন প্রোডাক্ট দিয়ে শুরু করবো সেটাই বুঝতে পারছি না।’ জানি, এই কনফিউশন অনেকেরই আছে। চিন্তা নেই, মাত্র ৪টি প্রোডাক্টস দিয়েই হবে ফ্ললেস ও পারফেক্ট বেইজ মেকআপ! আসলে বেইজ মেকআপ যদি পারফেক্ট না হয়, তাহলে যত সুন্দর আইলুক আর লিপ কালার আপনি ক্যারি করেন না কেন, কোনোটাই ঠিকভাবে ফুটবে না! নিজের কালেকশনে কোন কোন মেকআপ আইটেম রাখলে খুব সহজে ও অল্প সময়েই মনের মতো লুক ক্রিয়েট করা যাবে, সেটা দেখে নিন আজকের ফিচারে। মেকআপে বিগেইনার? যারা একদমই মেকআপ করতে পারেন না, তাদের জন্য আজ আমি সহজ কিছু টিপস শেয়ার করবো। প্র্যাকটিস করতে করতে আপনি নিজেও কিন্তু একদম প্রফেশনালদের মতো মেকআপ লুক ক্রিয়েট করতে পারবেন। নিজের ইচ্ছাশক্তি, চেষ্টা, ভালো কোয়ালিটির মেকআপ রেঞ্জ- ব্যস, এগুলোই শুধু দরকার! আজ আমি বেইজ মেকআপের একদম বেসিক ৪টি প্রোডাক্টস নিয়ে কথা বলবো। যেগুলো দিয়ে ঝটপট ক্রিয়েট করতে পারেন ন্যাচারাল কিংবা পার্টিলুক। ফ্ললেস ও পারফেক্ট বেইজ এর জন্য ৪টি বেসিক আইটেম মেকআপ করার আগে অবশ্যই ভালোভাবে ফেইস ক্লিন করে নিন। এরপর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে ভুলবেন না। স্কিনকে প্রোপারলি রে
suSastho - Find your doctor in Bangladesh