কিনবো না কিনবো না করেও একগাদা অপ্রয়োজনীয় খরচ করে, মাসের শেষে আপনারও কি মন খারাপ হয়েছে কখনো? আবার, মন খারাপ হওয়ার পর নিজেকে যতই বুঝিয়েছেন, পরের মাস থেকে কোনোভাবেই অযথা খরচ করবো না কিন্তু তারপরও ঘুরে ফিরে সেই একই অবস্থা! একই সাথে আবার মনে হচ্ছে সেভিংস করাটাও জরুরি। কিন্তু কীভাবে? জিনিসপত্রের যেভাবে দাম বাড়ছে! এ সময় আমরা অনেকে ঘরে বসেই টাকা জমানোর সহজ কিছু কৌশল নিয়ে চিন্তা করে স্ট্রেস নিয়ে নেই। এমনটি কিন্তু শুধু আপনার সাথেই হচ্ছে এমন নয়। আশেপাশে যে কারো সাথে কথা বললেই বুঝতে পারবেন, আমাদের সবার মাঝেই কমবেশি এই অযথা হুটহাট খরচের প্রবণতা রয়েছে। তাই চিন্তা না করে আজই সুন্দর করে একটি প্ল্যান করে ফেলুন। যত যাই হোক নিজের স্ট্রং মাইন্ড সেট রাখতে হবে, যেভাবেই হোক যতটুকু সম্ভব এই প্ল্যান ফলো করবেন। কিন্তু কীভাবে প্ল্যান শুরু করবেন? আজকের আর্টিকেলে জানাবো ঘরে বসেই টাকা জমাতে চাইলে কীভাবে প্ল্যানিং করবেন সে বিষয়েই। ঘরে বসেই টাকা জমাতে চান? প্রাত্যহিক জীবনে খরচের কোনো শেষ নেই। এখনকার সময়ে বেসিক দরকারি জিনিসপত্র কিনতে গেলেই হাতের টাকায় টান পড়ে। তার উপর নিজের শখ আহ্লাদ এর কিছু ব্যাপার তো থাকেই। মাসি
suSastho - Find your doctor in Bangladesh