গল্প বা উপন্যাস পড়ার নেশা আছে কার কার বলুন তো? বই পড়তে পড়তে গল্প বা উপন্যাসের সেই চরিত্রগুলোকে যেন আমরা চোখের সামনেই দেখতে পাই, তাই না? সমৃদ্ধ সাহিত্যধারার জন্য আমাদের সুনাম বিশ্বব্যাপী। আচ্ছা, লিপস্টিকের সাথে আমি কেন এই বাংলা সাহিত্যকে টানছি, সেটা মনে হয় অনেকেই বুঝতে পারছেন না। বলছি এখনই! স্বনামধন্য দেশীয় কালার কসমেটিকস ব্র্যান্ড ‘ নিরভানা কালার ’ নিয়ে এসেছে ৩টি দারুণ শেইডের লিপ ক্রেয়ন যা বাঙালি মেয়েদের স্কিনটোনের জন্য একদম পারফেক্ট। আর শেইডের নামগুলো দেওয়া হয়েছে বাংলা সাহিত্যের নামকরা লেখকদের উপন্যাস ও গল্পের মূল চরিত্রগুলোর নাম থেকে অনুপ্রাণিত হয়ে। দারুণ ব্যাপার না? চলুন জেনে নেই বিস্তারিত। রুপা, দিপাবলী আর চারুলতা নিরভানা কালার লিপ ক্রেয়ন এর ৩টি শেইডের নাম- রুপা, দিপাবলী আর চারুলতা। খুবই ইন্টারেস্টিং! আমার ছোটবোনের কাছ থেকে প্রথমবার যখন আমি শুনেছিলাম, আমার কাছে এই ব্যাপারটি দারুণ লেগেছে। গল্প বা উপন্যাসের নায়িকা চরিত্রগুলো থেকে ইন্সপায়ার্ড হয়ে নামকরণ আমি এই প্রথম দেখলাম! আর শুনেই মনে হলো এগুলো তো ট্রাই করতেই হবে। ব্যস, নিয়ে নিলাম! কেমন ছিলো আমার এক্সপেরিয়েন্স সেটাই এখন জানাবো।
suSastho - Find your doctor in Bangladesh