সারাদিন চুল ঝলমলে আর ম্যানেজেবল থাকবে, এটা আমরা সবাই চাই! শ্যাম্পু করার পর কন্ডিশনার স্কিপ করলে চুল খুব দ্রুত রাফ আর ফ্রিজি হয়ে যায়। তাই রেগুলার হেয়ার কেয়ার রুটিনে কন্ডিশনার রাখাটা কিন্তু মাস্ট। চুলের ধরন ও প্রবলেম অনুযায়ী এখন বিভিন্ন রকমের কন্ডিশনার পাওয়া যায়। কিন্তু এক্সট্রিম ড্রাই আর ফ্রিজি চুলের জন্য কোন কন্ডিশনারটা বেছে নিবেন, সেটা নিয়ে কনফিউজড? রাফনেস কমিয়ে দিনভর সিল্কি ও শাইনি চুল পেতে সেরা ৪টি কন্ডিশনার সম্পর্কে জেনে নিন আজকের ফিচারে।
শ্যাম্পুর পরে কন্ডিশনিং মিস হচ্ছে না তো?
পল্যুশন, স্ট্রেস, যত্ন না নেওয়া, হিট স্টাইলিং টুলস ব্যবহার করা- এমন বিভিন্ন কারণেই চুলের স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে যায়। চুলের ময়েশ্চার লেভেল যখন কমে আসে, তখন চুল ড্যামেজ হতে শুরু করে। শুধুমাত্র শ্যাম্পু, তেল ব্যবহার করে চুলের কমপ্লিট কেয়ার নেওয়া পসিবল না! চুলের রুক্ষতা দূর করে ময়েশ্চার ফিরিয়ে আনতে প্রতিবার শ্যাম্পুর পর ব্যবহার করুন কন্ডিশনার। শ্যাম্পু স্ক্যাল্প ও চুল পরিষ্কার রাখে। আর কন্ডিশনার চুলকে সিল্কি, সফট ও শাইনি করে তোলে। দু’টার কাজ দু’ধরনের, নিশ্চয়ই এবার বুঝতে পেরেছেন।
দিনভর সিল্কি ও শাইনি চুল পেতে কোন কন্ডিশনার বেছে নিবেন?
আজ আমি আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে ৪টি কন্ডিশনারের রিভিউ শেয়ার করবো। তুলনামূলক রিজনেবল প্রাইসে বিদেশি ব্র্যান্ডের প্রোডাক্ট যারা খুঁজছেন, তাদের জন্য আজকের ফিচারটি হেল্পফুল হবে। অনেকেরই বাইরের ব্র্যান্ডের প্রতি ফ্যাসিনেশন থাকে। বাংলাদেশে কোথায় পাবেন অরিজিনাল বিদেশি প্রোডাক্ট, সেটাও জানিয়ে দিবো আজ।
সেরা ৪টি হেয়ার কন্ডিশনার
OGX Biotin & Collagen Conditioner
আমার মতো অনেকেই আছে যারা OGX ব্র্যান্ডকে প্রায়োরিটি লিস্টের প্রথমেই রাখে! আমার চুল রিবন্ডিং করানোর কিছুদিন পর থেকে ফ্রিজি ও রাফ হয়ে যাচ্ছিলো। আর বাইরের কড়া রোদ, পল্যুশন- সবকিছুই চুল ড্যামেজ করে দেয় খুব তাড়াতাড়ি। আমার এমনই একটি হেয়ার কন্ডিশনার দরকার ছিলো যেটা চুলের ড্যামেজ রিপেয়ার করে চুলকে ময়েশ্চারাইজড রাখবে। OGX Biotin & Collagen Conditioner ঠিক এমনই! চলুন আরেকটু ডিটেইলসে জেনে নেই-
- এতে আছে বায়োটিন ও কোলাজেন যা চুলের রাফনেস কমিয়ে আনে
- পাতলা চুলকে বাউন্সি করতে ও চুলের শাইন ফিরিয়ে আনে দারুণ কাজ করে বায়োটিন
- কোলাজেন চুলকে হেলদি, সিল্কি ও স্মুথ রাখতে হেল্প করে
- মেইড ইন ইংল্যান্ড এবং ৩৮৫ মি.লি. প্যাকেজিংয়ে এখন এটি পাওয়া যায়
- শ্যাম্পুর পর ভেজা চুলে অ্যাপ্লাই করে ৩-৫ মিনিট রেখে ওয়াশ করে ফেলুন
Xpel Aloe Vera Conditioner For Smooth & Shiny Hair
চুলের যত্নে অ্যালোভেরার ব্যবহার নতুন কিছু নয়। অ্যালোভেরাতে আছে প্রয়োজনীয় ভিটামিনস, মিনারেলস, প্রোটিন; যা চুলের ড্রাইনেস ও রাফনেস রিপেয়ার করে অল্প সময়েই। Xpel Aloe Vera Conditioner For Smooth & Shiny Hair এই কন্ডিশনারে আছে অ্যালোভেরা যা ড্যামেজড হেয়ারকে প্রাণবন্ত করে তুলতে দারুণ কাজ করে। যারা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টযুক্ত নারিশিং হেয়ার কন্ডিশনার খুঁজছেন, তাদের জন্য বেস্ট অপশন হতে পারে এটি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
- চুলের সাথে সাথে এই অ্যালোভেরা কন্ডিশনার হেয়ার রুটেও অ্যাপ্লাই করা যায়
- স্ক্যাল্পে নারিশমেন্ট প্রোভাইড করে এবং সুদিং ফিল দেয়
- লং টাইম চুল ম্যানেজেবল ও সিল্কি থাকে
- ২৫০ মি.লি. টিউবে পাওয়া যায়
- প্যাকেজিংটা অ্যালোভেরা পাতার শেইপে যা দেখতে বেশ আকর্ষণীয়
- ভেজা চুলে অ্যাপ্লাই করে নিন এবং ভালোভাবে ওয়াশ করে ফেলুন
TRESemmé Conditioner Botanique Nourish and Replenish
যারা তুলনামূলক কম প্রাইসে প্যারাবেন ফ্রি হেয়ার কেয়ার প্রোডাক্ট ট্রাই করতে চান, তাদের জন্য আমি সাজেস্ট করবো TRESemmé Conditioner Botanique Nourish and Replenish। এই ব্র্যান্ড নিয়ে নতুন করে কিছু বলার নেই। অনেকেই TRESemmé ব্র্যান্ডের হেয়ার কেয়ার রেঞ্জ ইউজ করেছেন বা করছেন। এই কন্ডিশনারের পজেটিভ রিভিউ শুনে আমিও ট্রাই করেছিলাম। আমার তো বেশ ভালো লেগেছে। চুলের ড্রাইনেস কমে এসেছে, চুল আগের থেকে বেশ সফট হয়েছে। চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক-
- এতে আছে অলিভ অয়েল ও ক্যামেলিয়া অয়েলের নির্যাস যা চুলকে ময়েশ্চারাইজড রাখে
- ফ্রিজিনেস দূর করে চুলকে কোমল ও ঝলমলে করে তোলে
- প্যারাবেন ও আর্টিফিশিয়াল কালার নেই
- কালারড হেয়ারেও অ্যাপ্লাই করা যাবে নিশ্চিন্তে
- মেইড ইন ইন্ডিয়া এবং ১৯০ মি.লি. প্যাকেজিংয়ে অ্যাভেইলেবল
- শ্যাম্পুর পর কন্ডিশনার অ্যাপ্লাই করে ২-৩ মিনিট রাখুন ভেজা চুলে এবং এরপর ধুয়ে ফেলুন
OGX Coconut Milk Conditioner
OGX ব্র্যান্ডের আরেকটি অ্যামেজিং কন্ডিশনার এটি। চুলের আগা ফাটা প্রিভেন্ট করে চুলকে সফট আর স্মুথ করে তোলে। প্রথমবার অ্যাপ্লাই করেই আপনি ডিফারেন্স ফিল করতে পারবেন। চুল এতটা ম্যানেজেবল থাকে লং টাইম ধরে, যারা ইতিমধ্যে ব্যবহার করেছেন তারা তো জানেনই। OGX Coconut Milk Conditioner সম্পর্কে আরেকটু ডিটেইলসে জেনে নেই চলুন-
- এতে আছে কোকোনাট মিল্ক, এগ হোয়াইট প্রোটিন আর কোকোনাট অয়েল
- এই উপাদানগুলো চুলে পুষ্টি যুগিয়ে চুলকে কোমল ও মোলায়েম করে তোলে
- ড্রাই, ফ্রিজি ও রাফ হেয়ারের জন্য স্পেশালি ফর্মুলেটেড
- ৩৮৫ মি.লি. প্যাকেজিংয়ে এটি পাওয়া যায়
- শ্যাম্পুর পর ভেজা চুলে অ্যাপ্লাই করে ৩-৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন
দিনভর সিল্কি ও শাইনি চুল পেতে সেরা ৪টি হেয়ার কন্ডিশনার সম্পর্কে জানা হলো। এছাড়াও কিন্তু অনেক ভালো ভালো ব্র্যান্ডের হেয়ার কন্ডিশনার পাওয়া যায় এখন। আমি আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে রিভিউ শেয়ার করলাম জাস্ট।
বাংলাদেশের টপ বিউটি ই-কমার্স প্ল্যাটফর্ম শপ.সাজগোজ.কম এ পাচ্ছেন দেশি বিদেশি ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্টস। অনলাইনের পাশাপাশি সাজগোজের ৪টি ফিজিক্যাল স্টোর আছে। সাজগোজের ৪টি শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভার থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।
ছবি- সাজগোজ
The post দিনভর সিল্কি ও শাইনি চুল পেতে সেরা ৪টি হেয়ার কন্ডিশনার appeared first on Shajgoj.
from Shajgoj https://ift.tt/rviewcq
Munia
Comments
Post a Comment