ফ্যাশন ট্রেন্ডে এখন ন্যুড লিপস্টিক খুবই পপুলার। সিম্পল ন্যাচারাল লুক কিংবা পার্টি গ্ল্যাম লুক, সব ধরনের সাজেই এখন এই ধরনের লিপ কালারের ব্যবহার করা হয়, তাই না? কিন্তু ন্যুড লিপস্টিকের সাথে আই মেকআপ লুক কেমন হবে বা কীভাবে সাজলে আরও সুন্দর দেখাবে, সেটা নিয়ে অনেকেই কনফিউজড থাকেন। সিম্পলের মধ্যে গর্জিয়াস লুক কীভাবে পাবেন, জানতে চান? ন্যুড লিপস্টিকের সাথে ৫টি ট্রেন্ডি আই মেকআপ লুক আইডিয়া নিয়ে আজকের ফিচার।
সিম্পলের মধ্যে গর্জিয়াস
সাধারণত ঠোঁটে হালকা শেইডের লিপস্টিক দিলে আই মেকআপ একটু বোল্ড বা ব্রাইট রাখা হলে দেখতে ভালো লাগে। কিন্তু এখন অনেকে ন্যুড শেইডের লিপ কালারের সাথে একদম সিম্পল বা ন্যাচারাল আইলুক প্রিফার করে, এতে ওভারঅল লুক বেশ মার্জিত ও স্নিগ্ধ দেখায়। সিম্পলের মধ্যে গর্জিয়াস যাকে বলে আর কী! আজ ৫টি ডিফারেন্ট মেকআপ লুক আপনাদের সাথে শেয়ার করবো, যা আপনারা ঘরে বসে ইজিলি করে নিতে পারেন। সব স্কিনটোনেই এগুলো দারুণ মানিয়ে যাবে।
ন্যুড লিপস্টিকের সাথে আই মেকআপ লুক
অনেকেই মনে করেন যে শ্যামলা স্কিনটোন হলে ন্যুড লিপস্টিকে মানাবে না! কিন্তু ধারণাটি একদম ভুল। যেকোনো শেইড আপনি ট্রাই করতে পারেন, কিন্তু কনফিডেন্টলি সেটা ক্যারি করতে হবে। আর মানানসই ব্লাশ ও আই মেকআপ আপনার ওভারঅল লুককে করবে আরও বেশি আকর্ষণীয়।
১) কালারফুল স্মোকি আই মেকআপ
স্মোকি আইলুক, সাথে গ্লসি ন্যুড লিপস্টিক; এই কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগে। বিশেষ করে রাতের জমকালো ইভেন্টে বা পার্টিতে একটু ভাইব্রেন্ট আই মেকআপ লুক ট্রাই করতে পারেন। গতানুগতিক ব্ল্যাক স্মোকি আই মেকআপ থেকে বেরিয়ে এসে চোখের সাজে বোল্ড পার্পেল কালার ট্রাই করতে পারেন। এই ধরনের ডিফারেন্ট আইলুকে আপনাকে আরও গর্জিয়াস দেখাবে। ব্ল্যাকের বদলে পার্পেল, ডিপ গ্রিন, সী গ্রিন, নেভি ব্লু যেকোনো কালারই ইউজ করতে পারেন। চোখের ইনার কর্ণারে হাইলাইট করে নিবেন, লোয়ার আইলিডে কাজল অ্যাপ্লাই করবেন। ড্রামাটিক লুকের জন্য ফলস আইল্যাশ ইউজ করতে পারেন। যেহেতু আই মেকআপ লুক একটু ব্রাইট রাখা হচ্ছে, তাই এই ধরনের লুকের সাথে হালকা করে ব্লাশ অ্যাপ্লাই করবেন।
২) সফট কপার গ্লিটারি আই মেকআপ
পিচ বা একদম হালকা শেইডের লিপস্টিকের সাথে গ্লিটারি আইলুক বেশ ভালো লাগে। সফট কপার আই মেকআপ লুক ক্রিয়েট করতে একদমই সময় লাগে না। প্রথমে যেকোনো ন্যুড শেইডের আইশ্যাডো দিয়ে বেইজ তৈরি করুন। এবার ছোট ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আইলিডে কপার কালারের আইশ্যাডো ব্লেড করে নিন। এরপর আঙুল দিয়ে আইলিডে গ্লিটার লাগিয়ে নিন। গোল্ডেন বা কপার কালারের গ্লিটার ইউজ করলে দেখতে বেশ ভালো লাগবে। চাইলে ড্রেসের কালারের সাথে ম্যাচ করে আইশ্যাডো চোখের নিচের পাতার ওয়াটার লাইনে একটু স্ম্যাজ করে নিতে পারেন। সেই সাথে ন্যুড কাজল অ্যাপ্লাই করুন। এবার আইলাইনার ও মাশকারা দিয়ে আই মেকআপ কমপ্লিট করুন।
৩) সিম্পল আইলুক উইথ কালারফুল আইলাইনার
মেকআপ লুকে একটু ডিফারেন্ট ভাইব আনতে ট্রাই করুন কালারফুল আইলাইনার। আউটফিটের সাথে ম্যাচিং করে আইলাইনার অ্যাপ্লাই করলে দেখতে বেশ ভালো লাগবে। বিশেষ করে ন্যুড লিপস্টিকের সাথে এই ধরনের আইলুক বেশ ভালোভাবেই মানিয়ে যায়। সেক্ষেত্রে আইশ্যাডোর ব্যবহার হবে একদমই মিনিমাল। যেকোনো ন্যাচারাল টোনের আইশ্যাডো অ্যাপ্লাই করে নিন, তাহলেই হবে। ফলস আইল্যাশ ইউজ করতে না চাইলে ডাবল কোট করে মাশকারা অ্যাপ্লাই করে নিন।
৪) ক্ল্যাসিক ব্রোঞ্জ আই মেকআপ
ব্রাউন ন্যুড কালারের লিপস্টিকের সাথে ক্ল্যাসিক ব্রোঞ্জ আই মেকআপ লুক খুব সুন্দর মানিয়ে যায়। যাদের স্কিনটোন একটু ডার্ক বা শ্যামলা, তারা একটু কনফিউজড থাকেন যে ন্যুড লিপ কালার তাদের মানাবে কিনা! অথবা এই ধরনের লিপ কালারের সাথে কীভাবে মেকআপ করলে ন্যাচারাল বিউটি আরও এনহ্যান্স হবে, সেটা নিয়েও একটু কনফিউশন থাকে। ডাস্কি স্কিনটোন হলেও নিশ্চিন্তে এই মেকআপ লুকটি ট্রাই করতে পারেন। ব্রোঞ্জ শেইডের আইশ্যাডো ফুল আইলিডে স্মুথলি অ্যাপ্লাই করে নিন এবং উপরে গ্লিটারি আইশ্যাডো দিয়ে টাচ আপ দিন। এবার আই মেকআপ লুককে কমপ্লিট করতে ফেইক আইল্যাশ পরে নিন।
৫) ‘নো মেকআপ’ মেকআপ লুক
‘নো মেকআপ’ মেকআপ লুক এখন বেশ ট্রেন্ডি। এই ধরনের লুকে নিজস্ব স্কিনটোন ঠিক রেখে সফট গ্লোয়ি লুক ফুটিয়ে তোলা যায় খুব সহজেই। নিউট্রাল শেইডের আইশ্যাডো, ন্যুড শেইডের লিপস্টিক আর হালকা ব্লাশ- ব্যস, ‘নো মেকআপ’ মেকআপ লুক ক্রিয়েট করা কিন্তু জটিল কিছু নয়। ব্ল্যাক কাজল বা আইলাইলার না দিলেও চলবে, শুধু চোখের ওয়াটার লাইনে ন্যুড কালারের কাজল দিন। এতে চোখ ছোট হলেও কিন্তু বড় দেখাবে। লাস্টে মাশকারা অ্যাপ্লাই করতে ভুলবেন না!
ন্যুড লিপস্টিকের সাথে আই মেকআপ লুক কেমন হবে, সেটার আইডিয়া তো পেলেন! বিগেইনারদের জন্য আজকের আর্টিকেলটি হেল্পফুল ছিলো আশা করি। অনলাইনে অথেনটিক মেকআপ প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ৪টি শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।
ছবি- সাজগোজ
The post ন্যুড লিপস্টিকের সাথে আই মেকআপ লুক কেমন হবে? appeared first on Shajgoj.
from Shajgoj https://ift.tt/EekROB9
Munia
Comments
Post a Comment